জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম।

তিনি বলেন, বিজিবি সদর দপ্তরের সামনে রমজান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্পট থেকে একজনকে এবং পালিয়ে যাওয়ার সময় হাজারীবাগ থানাধীন এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। তারা আমাদের হেফাজতে রয়েছেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেব।

উল্লেখ্য, বুধবার (৮ নভেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর জিগাতলায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ রাত ৯টা ২৫ মিনিটের দিকে জিগাতলা বাস স্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার তথ্য আসে। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

আরএইচটি/এসকেডি