তাঁতী বাজারে বাসে আগুন
বিএনপি-জামায়াতের তৃতীয় দফা অবরোধের প্রথম দিন রাজধানীর তাঁতী বাজারে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাঁতী বাজার মোড় এলাকায় আকাশ পরিবহনে এ আগুন দেওয়া হয়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭টা ২৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৮ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগে বাহন পরিবহনের একটি পার্কিং করা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়। যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা অন্য বিরোধী দলগুলোও এ কর্মসূচি পালন করবে। গত সোমবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।
এআর/এসএম