ইইউ-কমনওয়েলথ-এনডিআই সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে : ইসি সচিব
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের আহ্বানে এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক সংস্থা সাড়া দিয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট) সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী ১৯ নভেম্বর কমনওয়েলথ সেক্রেটারিয়েটের প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের ৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করবে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
বুধবার (০৮ নভেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকরে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির মুখপাত্র।
তিনি বলেন, সংস্থাগুলোর মধ্যে কমনওয়েলথ আগামী ১৯ নভেম্বর তাদের প্রাক নির্বাচনী মূল্যায়ন দল (প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন) নির্বাচন কমিশনের সঙ্গে সভা করবেন বলে তারিখ নির্ধারিত হয়েছে। এছাড়া অন্য দুটি সংস্থা থেকে ইতোমধ্যেই প্রাক নির্বাচনী মূল্যায়ন দল বাংলাদেশে এসেছে এবং নির্বাচন কমিশনের সঙ্গে সভা করেছে।
এসআর/এসএম