মুচলেকা দিয়ে খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল : শেখ হাসিনা
২০০১ সালে মুচলেকা দিয়ে খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এই মন্তব্য করেন।
২১ বছর দেশের মানুষ অন্ধকারে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমার যখন ’৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলাম তখন বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, সুপেয় পানির ব্যবস্থা করেছি, রাস্তাঘাট, ব্রিজ করেছি। বড় বড় নদীর ওপর ব্রিজ করেছি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সরকারপ্রধান বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি জাতির পিতার কন্যা, আমি তো দেশের সম্পদ অন্যের হাতে তুলে দিতে পারি না। আমি সেটা দেইনি। কিন্তু খালেদা জিয়া ২০০১ সালে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল।
তিনি আরো বলেন, ২০০১ সালে তারা ক্ষমতায় আসার পরপর কী হয়েছিল? পহেলা অক্টোবর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। জিয়াউর রহমান শুরু করেছিল হ্যাঁ, না ভোট, আর ভোট কারচুপির প্রক্রিয়া। এরশাদও একই কাজ করেছে। খালেদা জিয়াও ’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি করেছিল।
শেখ হাসিনা বলেন, ঢাকাবাসীর অনেক সমস্যা ছিল। পানির সমস্যা ছিল, পানি পেত না। বিদ্যুতের সমস্যা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পানির সমস্যা সমাধান করি। সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, এক, দুই, তিন সবই আমাদের করা। পানির সমস্যা, বিদ্যুৎ সমস্যা, সবই আমরা দূর করেছি।
বিদ্যুৎ, পানি উৎপাদনে অনেক বেশি খরচ হয় উল্লেখ করে সবাইকে ব্যবহারের সময় মিতব্যয়ী হওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি সবার উদ্দেশ্যে বলেন, যেন অপচয় না হয় সেদিকে বিশেষভাবে নজর দেবেন। এই হাতিরঝিল একসময় পরিত্যক্ত ছিল, আজকে দৃষ্টিনন্দন হাতিরঝিল উপহার দিয়েছি। এর সঙ্গে ঢাকা শহরের ড্রেন পরিষ্কার করা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করা, সবই উন্নত করা হচ্ছে।
এমএসআই/জেডএস