২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন তৈরি করার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে ঢাকা ওয়াসা।

শুক্রবার (৩ নভেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর একটি অফিস আদেশ জারি করে সাত সদস্যের এ কমিটি অনুমোদন দেন।

সচিব প্রকৌশলী শারমিন হক আমীর জানান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। তারা ঢাকা ওয়াসার ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রস্তুতকরণের কাজ করবেন। গঠিত কমিটি ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করবেন। এছাড়া গঠিত কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালককে। এছাড়া সদস্য সচিব করা হয়েছে ঢাকা ওয়াসার উপ-প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সালেকুর রহমানকে। কমিটির বাকি সদস্যরা হলেন– ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ঢাকা ওয়াসার সচিব, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এবং ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী বদরুল আলম।

এএসএস/এসএসএইচ