৪১তম বিসিএস
মিথ্যা তথ্য দেওয়ায় চারজনের চূড়ান্ত সুপারিশ বাতিল
চাকরির জন্য চূড়ান্ত সুপারিশের পর চারজন প্রার্থীর সুপারিশ বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে প্রশাসন, পররাষ্ট্র, খাদ্য ও শিক্ষা ক্যাডারের একজন করে প্রার্থী রয়েছেন। তারা মিথ্যা তথ্য দিয়ে ৪১তম বিসিএসে নানা ধাপ পার হয়েছিল।
বৃহস্পতিবার (২ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর ১৫(১) অনুযায়ী মিথ্যা তথ্য প্রদান করায় কমিশনের ২০২৩ খ্রিষ্টাব্দের ২য় সাধারণ সভা ও ৮ম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪১তম বিসিএস থেকে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত বিসিএস পররাষ্ট্র ক্যাডারে আব্দুল্লাহ-আল-আমিন সরকার (রেজিস্ট্রেশন নম্বর ১১১৭০১০৬), বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক (গণিত) পদে মিঠুন হাওলাদার (রেজিস্ট্রেশন নম্বর- ১১১০৮৭৪১), বিসিএস (খাদ্য) সহকারী রক্ষণ প্রকৌশলী/সমমানের পদে প্রীতম কুমার মন্ডল (রেজিস্ট্রেশন নম্বর ১১০৪৬৪৭১) এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারে মো. আলী আকবার সোহেলের (রেজিস্ট্রেশন নম্বর- ১১০৭৭০২৩) সুপারিশ বাতিল করা হলো। এই চারজন প্রার্থীকে ৪৩তম বিসিএস পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হলো।
এনএম/এমএসএ