রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে উদ্ধার হওয়া তাজা তিনটি অবিস্ফোরিত ককটেল নিরাপদ বিস্ফোরণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ককটেলগুলো বিস্ফোরণ করা হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেই শফিকুল গনি সাবু। 

ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ওসি সাবু বলেন, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে নীলক্ষেত থানার পাশের নীহারিকা ভবনের সামনের চৌরাস্তায় তিনটি ককটেল পাওয়া যায়। নীলক্ষেত থেকে মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত দুই ব্যক্তি এসে ককটেলগুলো নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। কালো স্কচটেপে মোড়ানো ককটেলগুলো সে সময় বিস্ফোরণ হয়নি। সেগুলো উদ্ধারের জন্য পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতা চাওয়া হয়। তারা ৭টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে ককটেল তিনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

তিনি আরও বলেন, এরপর নিউ মার্কেট থানার পেছনে নিরাপদ জায়গায় মাটি খুঁড়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের ব্যবস্থাপনায় নিরাপদ বিস্ফোরণ ঘটিয়ে ককটেল তিনটি ধ্বংস করা হয়। বিষয়টি নিয়ে আমরা সজাগ রয়েছি। আমাদের পেট্রোলিং আরো জোরদার করা হয়েছে। অপরাধীদের ধরতে সব ধরনের কার্যক্রম শুরু করা হয়েছে।

একইসঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাজুড়ে টহল বাড়ানোর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

আরএইচটি/জেডএস