ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন। আগামী পাঁচ বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী ফেসবুকে জানান, সায়মা ওয়াজেদ ডব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালক হিসেবে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দশটা দেশের মধ্যে আটটা ভোট আমরা পেয়েছি। প্রথম বাংলাদেশি হিসেবে সায়মা ওয়াজেদ ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হলেন। প্রতিবেশী ভারত সহযোগিতা করেছে। অন্যান্য দেশগুলোও সমর্থন করেছিল।
তিনি বলেন, মোট ভোট ছিল ১১টি। এর মধ্যে একটি দেশ রাজি থাকলেও ভোট দিতে পারেনি। এটা হলো মিয়ানমার। আমি ৯টা ভোট আশা করেছিলাম, পেলাম আটটা। আমাদের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী ভোট দিয়েছিলেন। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ওখানে আছেন।
প্রধানমন্ত্রীর মেয়ে বলে একটি দেশ এবং বাংলাদেশের কিছু রাজনৈতিক দল সায়মা ওয়াজেদের প্রার্থীতা নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি করেছেন বলে মন্তব্য করেন মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্সের কাছ থেকে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ করে।
সায়মা ওয়াজেদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। তিনি ২০১১ সালে ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলন আয়োজন করেন। ২০১৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন। যার স্বীকৃতিস্বরূপ, বিশ্ব সংস্থা কর্তৃক ২০১৪ সালে ডব্লিউএইচ ও অ্যাক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন।
এনআই/এমজে