মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ শ্রমিকদের/ সংগৃহীত ছবি

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে উত্তপ্ত মিরপুর ১ নম্বরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টা নাগাদ শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। এরপরই শুরু হয় যান চলাচল, খোলা হয় দোকানপাট।

সরেজমিন দেখা যায়, মাত্র এক দেড় ঘণ্টা আগেও কয়েকশ শ্রমিক মিরপুর ১ নম্বর গোলচত্বরে অবস্থান করেছিলেন। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুপুর ১২টা নাগাদ শ্রমিকরা গোলচত্বর ত্যাগ করলে উভয় পাশের রাস্তা খুলে দেওয়া হয়। ফলে শুরু হয় যান চলাচল।

তবে শ্রমিকরা মিরপুর ১১ নম্বর এলাকার সড়কে এখনো অবস্থান করেছেন। ফলে মিরপুর ১১ থেকে পল্লবীর সড়কে যান চলাচল এখনও বন্ধ আছে।

এদিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যায় তারা।

এরপর লাঠি হাতে কয়েকশ শ্রমিক মিরপুর ১ নম্বর গোলচত্বরে অবস্থান নেন। তারা গাবতলী-টেকনিক্যাল থেকে আসা সব ধরনের যান ঘুরিয়ে দেন। এ সময় কয়েকটি গার্মেন্টসের ফটক ভাঙচুর করতে দেখা যায় শ্রমিকদের। 

ওএফএ/জেডএস