যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন এবং জনস্বার্থের কথা উল্লেখ করে দুই কর্মকর্তাকে বদলি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (১ নভেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটি দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন একটি অফিস আদেশ জারি এই দুই কর্মকর্তাকে বদলি করেন।

রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই কর্মকর্তা নতুন কর্মস্থলে কাজ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে জনস্বার্থে এই দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে জানা গেছে, বদলি হওয়া দুই কর্মকর্তার মধ্যে রাজউকের উপ-পরিচালক (প্রশাসন ২) থেকে দিদারুল আলমকে উপ-পরিচালক (প্রশাসন ১) এর দপ্তরে বদলি করা হয়েছে। পাশাপাশি প্রশাসন শাখার উপ-পরিচালক (প্রশাসন ১) বিধান রায়কে বদলি করে উপ-পরিচলাক (প্রশাসন ২) এর দপ্তরে পাঠানো হয়েছে।

এএসএস/এসএসএইচ