মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দেওয়া মিঞা জাহিদুল ইসলাম আরেফীর জন্য ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস কনস্যুলার অ্যাক্সেস (যোগাযোগের অনুমতি) চে‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

সোমবার (৩০ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করার পর সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

শাহ‌রিয়ার আলম ব‌লেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাউডেনের কথিত উপদেষ্টার জন্য কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে মার্কিন দূতাবাস। আমরা আমা‌দের আইন অনুযায়ী ব্যবস্থা নেব (কনস্যুলার আইন)।

গত শনিবার বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মিয়া আরেফী। তিনি নিজের পরিচয় দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে।

পর‌দিন রোববার মার্কিন প্রেসিডেন্টের তথাক‌থিত উপদেষ্টাকে দেশের বাইরে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিমানবন্দর থেকে তা‌কে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে সোমবার আদালতের নির্দেশে কারাগরে পাঠানো হয়েছে তাকে।

এনআই/এসএম