পুলিশ সদস্য আমিরুল হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : বিপ্লব
বিএনপি শর্তসাপেক্ষে অনুমতি নিয়ে মহাসমাবেশের নামে গতকাল ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধা এবং পুলিশ সদস্য হত্যা করেছে। এসব ঘটনায় জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।
রোববার(২৯ অক্টোবর) দুপুর দেড়টায় বিপ্লব কুমার সরকার ঢাকা পোস্টকে এ কথা জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, পুলিশ সদস্য আমিনুলকে হত্যা আমার পরিবার হত্যার শামিল। আমার পুলিশ পরিবারের উপরে যারা হামলা করেছে, আমার ভাই আমিরুল পারভেজকে যারা হত্যা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। গতকালকের নৈরাজ্য অরাজকতায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। অনেকগুলো মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
শনিবার বিকেলে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আমিনুল পারভেজ নামে ওই পুলিশ কনস্টেবল নিহত হয়। সংঘর্ষে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কনস্টেবলের নাম আমিরুল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সেকেন্দার আলী মোল্লার ছেলে।
জেইউ/এমজে