বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব নেই দেশের আধুনিক গণপরিবহন মেট্রোরেলে। অন্যান্য গণপরিবহনের মতোই স্বাভাবিকভাবে নিরবচ্ছিন্ন চলাচল করছে মেট্রোরেল।

রোববার (২৯ অক্টোবর) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন একটি স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার। তিনি বলেন, প্রতিদিনের মতোই নির্ধারিত সিডিউলে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। অন্যদিনের তুলনায় আজকে একটু ভিড় বেশি হবে। কারণ শুনেছি রাস্তায় গণপরিহন কম। স্বাভাবিকভাকে মানুষজন দ্রুত নিরাপদ যাত্রারেজেন্য মেট্রোলেল ব্যবহার করবে।

তিনি বলেন, মেট্রোরেলের নিজস্ব পুলিশ নিরাপত্তারা দায়িত্বে রয়েছে। অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে মেট্রোরেল চলাচল করছে।

মেট্রোরেল ব্যবহারকারীরা জানিয়েছেন, মেট্রোরেল মেট্রোরেলের মতই চলাচল করছে। হরতালের প্রভাব মেট্রোরেলে পড়েনি। তবে যাত্রী সংখ্যা কম।

এমএইচএন/এসএম