যানচলাচল শুরুর দিনই হরতালের কবলে কর্ণফুলী টানেল
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন হয়েছে শনিবার (২৮ অক্টোবর)।
পরদিন (রোববার) সকাল ৬টা থেকে টানেল দিয়ে জনসাধারণের গাড়ি চলাচল শুরু হবে। আর এদিনই সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি ও জাতায়াত ইসলামী। আজ ঢাকায় সংঘর্ষের জের ধরে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।
বিজ্ঞাপন
কর্ণফুলী টানেলের প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, রোববার সকাল ৬টা থেকে যথাসময়ে টানেলে যানচলাচল শুরু হবে। হরতালের বিষয়ে কী হবে সেটা আমি বলতে পারব না।
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর দোয়া ও মোনাজাত শেষে প্রধানমন্ত্রী গাড়িবহর টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে রওনা দেয়। বেলা ১২টা ১ মিনিটে প্রথম ব্যক্তি হিসেবে টানেলে টোল দেন প্রধানমন্ত্রী। তার কাছ থেকে টোল গ্রহণ করেন ঝুমুর আক্তার এক নারী। উদ্বোধন ও টোল দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রীর গাড়িবহর কর্ণফুলীর কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি।
এমআর/এসএম