রাজধানীর কাকরাইল ও মগবাজার এলাকায় বলাকা এবং বৈশাখী পরিবহন নামে দুটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। 

আহতরা হলেন, বি এম রাজু কামাল (৫০) ও মো. সুমন (৩৫)।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে বারোটা ও ১টার দিকে তাদের দুজনকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বি এম রাজু কামালের সহকর্মী আলমগীর হোসেন বলেন, আমরা সবাই এসেনসিয়াল ড্রাগসে চাকরি করি। রাজু এসেন্সিয়াল ড্রাগসের ভান্ডার রক্ষক পদে চাকরি করেন। এদিন কোনো বাস না পেয়ে পায়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ একটি বলাকা বাস পেলে আমরা সেই বাসে কয়েকজন সহকর্মী উঠে যাই। 

তিনি আরও বলেন, হঠাৎ বিএনপির কর্মীরা আমাদের বাস ভাঙচুর শুরু করেন। এতে কামাল ভাই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

অপরদিকে মগবাজারে বাসে আহত সুমন বলেন, আমরা বাসে করে আওয়ামী লীগের সমাবেশে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ করে বিএনপির কর্মীরা আমাদের বাসে হামলা চালায়। 

ঢামেক হাসপাতলে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মগবাজার ও কাকরাইল থেকে আহত অবস্থায় দুজন হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এসএএ/এমএসএ