রাজধানীর শাপলা চত্বরসহ ঢাকার কোথাও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যদের সমাবেশ করা অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা পোস্টকে মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছেন কমিশনার।

কমিশনার জানান, জামায়াত শাপলা চত্বরে সমাবেশ করতে চেয়েছিল। তাদের সেখানে জমায়েত হতে দেওয়া হয়নি। তারা বিএনপির সঙ্গে মিশে গেছে। আমরা কোনো অবস্থাতেই তাদের সমাবেশের অনুমতি দেইনি। তাদের বিষয় পুলিশ কড়া অবস্থানে রয়েছে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা জানিয়েছেন, রাজধানীর আরামবাগে সমাবেশ করতে জামায়াত ইসলামীকে অলিখিত (মৌখিক) অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, এখানে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। তারা এখানেই সমাবেশ করতে চাচ্ছেন। অনুমতি দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ওভাবেই অনুমতি দিতে পারি না। তবে তারা এখানে শান্তিপূর্ণ সমাবেশ করবেন।

এদিকে আরামবাগে জামায়াতের সমাবেশে করার প্রস্তুতি চলছে, ট্রাকে অস্থায়ী মঞ্চ বানোনো হয়েছে। দুপুরের নামাজের পর আনুষ্ঠানিক সমাবেশ শুরু করবে বলে শিবিরের সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

এদিকে দুপুর পৌনে ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের ব্যারিকেড ভেঙে জামায়াত নেতাকর্মীরা শাপলা চত্বরে প্রবেশ করেছে বলে জানা গেছে। তবে পুলিশ সেখানে কঠোর অবস্থানে রয়েছে।

এআর/এমএসি