বুড়িগঙ্গায় হঠাৎ নৌকা চলাচল ‘বন্ধ’
সরকার পতনের একদফা দাবিতে আগামীকাল (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশের একদিন আগেই পোস্তগোলা ব্রিজ থেকে বসিলা সেতু পর্যন্ত বুড়িগঙ্গা নদী পারাপারের নৌকা ঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচল।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সরেজমিনে রাজধানীর সদরঘাট এলাকায় এ চিত্র দেখা গেছে।
বিজ্ঞাপন
এদিন বিকেল সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজ থেকে বসিলা সেতু পর্যন্ত বুড়িগঙ্গা পারাপারের খেয়া নৌকা ঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে কয়েকটি ঘাটে সীমিত সংখ্যক নৌকা চলাচল করলেও সন্ধ্যা ৬টায় তাও বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন
মাঝিরা দাবি করছেন, দুপুরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে এই ঘাটগুলো বন্ধ করার কথা বলে গিয়েছেন।
নৌকার মাঝি জলিল মিয়া ঢাকা পোস্টকে বলেন, বুড়িগঙ্গা নদীতে কোনোভাবে নৌকা চলাচল করা যাবে না— বিকেলে আওয়ামী লীগ নেতারা এসে এ কথা বলে গেছেন। তাদের কথামতো আমরা নৌকা বন্ধ করতে বাধ্য হয়েছি।
নৌকা বন্ধের খবর শুনে কেরানীগঞ্জের বাসিন্দা আব্দুল লতিফ বলেন, আমরা নিয়মিত তেলঘাট থেকে শ্যামবাজার রুটে নৌকায় চলাচল করি। আজ হঠাৎ করে এসে দেখি নৌকা বন্ধ। এটা আমাদের জন্য ভোগান্তি ছাড়া আর কিছু নয়।
এ বিষয়ে লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, আমাদের সব রুটে প্রতিদিনের মতো লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চ বন্ধের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি। তাই লঞ্চ চলাচল বন্ধের কোনো প্রশ্নই আসে না।
এমএল/এমজে