রাজধানীর প্রবেশদ্বারে চেকপোস্ট, চলছে তল্লাশি
আগামীকাল রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুই দলের মহাসমাবেশ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল, তল্লাশি ও চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, আজ ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে, সড়কে ও মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ ও র্যাব। এছাড়া ঢাকার প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে রাজধানীর গাবতলী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।
সাভার আমিনবাজার ও গাবতলীর চেকপোস্ট ঘুরে দেখা যায়, গাবতলী হয়ে ঢাকায় যতগুলো যানবাহন প্রবেশ করেছে সবগুলোকেই তল্লাশি করা হচ্ছে। এছাড়া কাউকে সন্দেহজনক মনে হলে তাকে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করা হচ্ছে। এছাড়া কোনো যাত্রীর হাতে ব্যাগ থাকলেও তল্লাশি করা হচ্ছে চেকপোস্টটিতে।
অন্যদিকে আব্দুল্লাহপুর ও রাজধানীর মহাখালীতে আন্তঃজেলা বাস টার্মিনালের সামনেও পুলিশের তল্লাশি ও চেকপোস্ট দেখা গেছে। তবে এসব চেকপোস্ট দায়িত্বরত পুলিশের কোনো কর্মকর্তাই বক্তব্য দেননি। এসব চেকপোস্টে নাম-পরিচয়সহ পরিচয়পত্র যাচাই করতেও দেখা যায় পুলিশ সদস্যদের।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশের কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার বলেছিলেন, রাজনৈতিক সভা সমাবেশ করা সবার গণতান্ত্রিক অধিকার। সমাবেশকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কিংবা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সব ধরনের পরিকল্পনা রাখা হয়েছে।
দেড় হাজারের বেশি র্যাব সদস্য ঢাকায় মোতায়েন
এদিকে ঢাকায় বড় দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে রাজধানীতে দেড় হাজারের অধিক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
তিনি বলেন, র্যাব সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পরিচালনা করছে।
র্যাব-১ রাজধানীর আব্দুল্লাহপুর, রামপুরা, পূর্বাচল ৩০০ ফিট ও আমতলীতে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র্যাব-২ রাজধানীর বসিলা, আগারগাঁও ও শিশুমেলার সামনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র্যাব-৩ রাজধানীর কমলাপুর, সচিবালয় ও নটরডেম কলেজের সামনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়া র্যাব-৪ রাজধানীর কচুক্ষেত, টেকনিক্যাল, মিরপুর কাজীপাড়া, সাভার ও মানিকগঞ্জে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র্যাব-১০ রাজধানীর ডেমরা, পোস্তগোলা ও সায়েদাবাদে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।
এমএসি/এসকেডি