ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে মিটিংয়ের নামে যদি সিটি কর্পোরেশনের গাছ, লাইট বা অন্য কোনো সম্পত্তির ক্ষতি করা হয় তাহলে নাশকতা সৃষ্টিকারীদের বাড়ি ঘেরাও করা হবে। আর তা জনগণকে সঙ্গে নিয়েই করা হবে। কেউ নাশকতা করলে তা বরদাস্ত করা হবে না।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর বনানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ডিএনসিসি মেয়র’স কাপ ফুটবলের ফাইনাল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেয়র আতিক বলেন, আমি আজ মেয়র’স কাপ ফাইনাল খেলা শুরুর আগে মাঠেই কাউন্সিলরদের নিয়ে এ বিষয়ে জরুরি বৈঠক করেছি। কাউন্সিলরদের নির্দেশ দিয়েছি যেন তারা নিজ নিজ এলাকায় সিটি কর্পোরেশনের সম্পত্তি রক্ষায় সচেতন থাকে। কাউন্সিলররা নাশকতা সৃষ্টিকারীদের তালিকা তৈরি করবে। তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং যারা বিশৃঙ্খলা করতে চান, তাদের বলব— আপনারাও শান্তিতে থাকুন, আমরাও শান্তিতে থাকি। কোনো ধরনের অন্যায়-অত্যাচার মেনে নেওয়া হবে না।

একই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডিএনসিসি মেয়র ফুটবল, ক্রিকেট ও ভলিবল খেলা আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে মাতিয়ে রেখেছেন। মাদকমুক্ত সমাজ গড়তে ডিএনসিসির এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ধরে বোমাবাজির সঙ্গে অভ্যস্ত নয়, হরতালের সঙ্গে অভ্যস্ত নয় ও সন্ত্রাসবাদের সঙ্গে অভ্যস্ত নয়। যারা এই দেশে রাস্তাঘাট অচল করতে চায়, জানমালের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কর্মসূচির নামে কোনো তাণ্ডব চালানো হলে এক চুলও ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং ডিএনসিসির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শফিকুল ইসলামসহ অনেকে। 

এএসএস/কেএ