রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আগুনের ঘটনায় আকলিমা রহমান নামে এক তরুণীর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার। ওই তরুণীর সন্ধান পেতে ধানমন্ডি থেকে মহাখালী ছুটে এসেছেন তার দুই বোন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে বোনের খোঁজে তাদের মহাখালী খাজা টাওয়ারের সামনে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে দেখা যায়।

জানতে চাইলে আকলিমার মামাতো বোন রওশন আরা বলেন, আকলিমা খাজা টাওয়ারের নবম তলার রেস অনলাইন লিমিটেডে কাজ করত। আমরা ধানমণ্ডি থেকে বোনের খোঁজে এসেছি। তাকে খুঁজে পাচ্ছি না। বিকেল ৪টার দিকে আমাদের ফোন দিয়ে আগুনের কথা জানিয়েছে। সেই সময় বলেছে সে ওই ভবনে আটকে পড়েছে।

তিনি আরও বলেন, আকলিমার বাবার নাম মোকলেছুর রহমান। তাদের বাসা মোহাম্মদপুর বসিলা এলাকায়।

এদিকে ভবনে আটকে পড়া অবস্থা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৮ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী মোড়ের কাছের ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে আগুন লাগে। এর কিছুক্ষণ পর থেকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে পর্যায়ক্রমে আরও ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। শেষ খবর পর্যন্ত (রাত সাড়ে ৯টা) আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া সাত প্লাটুন আনসার সদস্য ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

এমএসি/এসএ