২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশ
যুক্তরাষ্ট্র-ব্রিটেনের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা
আগামী ২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশ ঘিরে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বাংলাদেশে নিজ নিজ নাগরিকদের ভ্রমণ ও চলাচলে সতর্ক করেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে তাদের নাগরিকদের জন্য এ সতর্কবার্তা দিয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন দূতাবাসের সতর্ক বার্তায় বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবর ঢাকা এবং সারা বাংলাদেশের অন্যান্য শহরে রাজনৈতিক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে সবচেয়ে বড় সমাবেশের কর্মসূচি রয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কাছে (নয়াপল্টন) ভিআইপি রোডে।
মার্কিন নাগরিকদের সতর্কতা গ্রহণ এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ হওয়ার উদ্দেশ্যে বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে। বাংলাদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং কোনো বড় সমাবেশের আশপাশে না গিয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান করা হচ্ছে।
অন্যদিকে, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক সমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ সতর্কতার অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।
এনআই/এসএম