রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিস টিটিএলের সাহায্যে খাজা টাওয়ারের বিভিন্ন ফ্লোরের বাইরের কাচের আবরণ ও জানালার গ্লাস ভাঙছে। একইসঙ্গে দেখা হচ্ছে কোনো ফ্লোরে আগুন ও মানুষ আছে কি না।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে দুইটি লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি (টিটিএল) নেওয়া হয়েছে। টিটিএল দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হচ্ছে। গ্লাস ভেঙে দেখা হচ্ছে ভেতরে আগুন ও মানুষ আছে কি না।

ভেতরে মানুষ আটকে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, মানুষ ভবনে আটকে আছে কি না আমরা এখনই বলতে পারছি না। তবে অনেকে ফোন দিয়ে আমাদের বলেছেন, ভবনের ভেতরে মানুষ আটকে আছে।

এমএসি/এমজে