অন্ধকারে মহাখালী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছেন।
আগুন লাগার কিছুক্ষণ পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। এতে গোটা এলাকা অন্ধকার হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
এদিকে আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে।
আরও পড়ুন
আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট নিরলসভাবে কাজ করছে। ফায়ার ফাইটারদের সঙ্গে যোগ দিয়েছে সেনা নৌ ও বিমান বাহিনীর একটি দলও।
তিনি জানান, এখন পর্যন্ত জানা গেছে ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।
ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
এদিকে আগুন লাগার পর ওই ভবনে থাকা বহু মানুষকে আতঙ্কে ভবনের ছাদে জড়ো হতে দেখা গেছে। কেউ কেউ ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন এমন দৃশ্যও দেখা গেছে।
এমএসি/এমজে