সমাজকল্যান মন্ত্রী নূরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আদর্শকে সমুন্নত রেখে শাসিত বাঙালিকে শাসক বানিয়েছেন। তারই কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃক দেশের যে উন্নয়ন, তা একটি অংশ স্বীকার করতে চায় না। দেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তার সফলতা দেখিয়েছেন। রিপোর্টাস ইউনিটির সদস্য ও সাংবাদিকদের প্রতি অনুরোধ, যারা এসব উন্নয়নকে অস্বীকার করতে চায়, তাদের বিরুদ্ধে কলম ধরুন, বাস্তবতা তুলে ধরুন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রিপোর্টাস ইউনিটিতে ঢাকা রিপোর্টাস ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা কোনো কিছুর বিনিময় ছাড়াই মানুষের কল্যাণে কাজ করছেন। চলমান দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে সেবার হাতকে আরো প্রসারিত করবেন।

মন্ত্রী বলেন, নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পালন করে যাতে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করা যায়, সে চেষ্টাটাই আপনারা করবেন।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি মুরসালীন নোমানী, ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এ এইচ এম আফজালুল হক রানা, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম প্রমুখ।

ওএফএ/এমএসএ