রাজধানীর ডেমরায় নিজ ফ্যাক্টরির সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে ধনিয়াপাড়া জারা ফ্যাক্টরির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া তার ভগ্নিপতি খোরশেদ আলম জানান, গতরাতে ওই ফ্যাক্টরি থেকে কার্টুন লোড করে একটি ট্রাক বেরিয়ে যাওয়ার পর সামনের রাস্তাটি সরু থাকায় ট্রাকটি পেছন দিকে নেওয়া হচ্ছিল। তখন ট্রাকের পেছনে ধাক্কা লেগে চাক্কার নিচে পড়ে গুরুতর আহত হন রফিকুল। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত রফিকুলের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নারিকেল বাড়ি গ্রামে। তিনি ওই এলাকার মৃত বাছের উদ্দিনের ছেলে। বর্তমানে ডেমরা ধনিয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএসএ