তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
রাজধানী তেজগাঁও রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে তাকে ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী শাহীন বলেন, আসরের নামাজের পর আমরা ওদিক দিয়ে যাওয়ার সময় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। আজ পাশের লোকের কাছে জানতে পারি ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ওই যুবক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত যুবকের সঙ্গে একটি মোবাইল ও একটি ঘড়ি পাওয়া যায়। তবে মোবাইলের সিম অন্য ফোনে ঢুকিয়েও সেভ করা নাম্বার থেকে বেশ কয়েকজনকে ফোন দেওয়া হলেও তার পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, তেজগাঁও রেলগেট থেকে আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। তবে তার নামপরিচয় পাওয়া যায়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কমলাপুর রেলওয়ে থানাকে জানিয়েছি।
এসএএ/এমজে