নিউমার্কেটে বহুতল ভবনে আগুন, স্বল্প সময়েই নিয়ন্ত্রণ
রাজধানীর নিউমার্কেট থানাধীন বিশ্বাস বিল্ডার্স নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে ভবনটির ২য় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের মাত্রা অল্প হওয়ার কারণে মাত্র ২৫ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে।
স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, ১৭ তলা বিশ্বাস বিল্ডার্সের ভবনটির ২য় তলার ২২ নম্বর দোকানে আগুন ধরে গেলে মার্কেটের লোকজন নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাদের তাৎক্ষণিক ব্যবস্থার কারণে আগুন বড় আকার ধারণ করতে পারেনি। দোকানটির নাম টপার এন্টারপ্রাইজ। এটি ভ্যারাইটিজ পণ্যের পাইকারি দোকান। এছাড়া ভবনটির ১ম তলা থেকে ৫ম তলা পর্যন্ত বিভিন্ন পণ্যের মার্কেট এবং বাকি অংশে আবাসিক বাসিন্দারা থাকেন।
বিজ্ঞাপন
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে ৮টা ৩৫মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে ২য় তলার একটি কম্পিউটারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পলাশী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জিনাস রহমান নাবিক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি আমরা। ভবনের অগ্নিনির্বাপক ব্যবস্থা ভালো থাকায় দোকানিরাই আগুন নিভিয়ে ফেলেন। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।
আগুনে ক্ষতিগ্রস্ত টপার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আলী রাব্বি জানান, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এলেও আনুমানিক প্রায় আড়াই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
আরএইচটি/এমজে