ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত ৩ জন ঢামেকে চিকিৎসাধীন
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন, জীবন (৫০) তার ছেলে সোহাগ (৮), মেয়ে তন্নি (১৫) এবং খাদিজা ৩০ ও আবুল কাশেম ৫৫।
বিজ্ঞাপন
এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত একই পরিবারের তিনজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে আহতদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে জীবনের বাড়ি কিশোরগঞ্জ সদরের মাতিয়া গ্রামে।
ঢাকা মেডিকেলের কুইক রেসপন্স টিমের সমন্বয়ক ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিন বলেন, আমরা ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ১৫-২০ জন সদস্যের একটি দ্রুত সেবা সার্ভিস গঠন করি। আমাদের জরুরি বিভাগের চিকিৎসকরাও প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, আমাদের এই দ্রুত সেবা সার্ভিসের লক্ষ্য হচ্ছে হতাহতরা ঢাকা মেডিকেলে আসা মাত্রই দ্রুত তাদেরকে ট্রলিতে করে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওয়ার্ডে স্থানান্তর করা। এছাড়া এ দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসা দিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের নির্দেশনায় অনুসন্ধান বুথ খোলা হয়েছে বলেও জানান তিনি।
এসএএ/কেএ