গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে যোগ দিতে ৩ দিনের সফরে মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলজিয়াম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের ওই সফরে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর হবে।

রোববার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন জানান, আগামী ২৫ অক্টোবর প্রধানমন্ত্রী ইউরোপিয়ান কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইউরোপিয়ান ট্রেড কমিশনার এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ৫০ বছরের অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত করার ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউরোপীয় ইনভেস্ট ব্যাংকের মধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫০ মিলিয়ন ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর হবে। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে অনুদান হিসেবে প্রদানের নিমিত্ত ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপীয় ইনভেস্ট ব্যাংকের মধ্যে ৪৫ মিলিয়ন ইউরোর একটি চুক্তি সই হবে।

তিনি আরও বলেন, এছাড়াও বাংলাদেশ সরকার এবং ইউরোপিয়ান কমিশনের মধ্যে ১২ মিলিয়ন ইউরোর একটি অনুদান চুক্তি স্বাক্ষর হবে। এ সফরে বাংলাদেশ সরকার এবং ইউরোপিয়ান কমিশনের মধ্যে বাংলাদেশের সামাজিক খাতে ৭০ মিলিয়ন ইউরোর পাঁচটি আলাদা অনুদান চুক্তি স্বাক্ষর হবে।

প্রধানমন্ত্রীর সফরে আরও যা থাকছে

ব্রাসেলস সফরে সরকারপ্রধান গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং বক্ততা করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট, ইউরোপিয়ান কমিশনের কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট, ইউরোপিয়ান কমিশন ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপ কমিশনার সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ অক্টোবর প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণকারী রাষ্ট্র এবং সরকারপ্রধানদের সন্মানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের নৈশভোজে অংশগ্রহণ করবেন। পরদিন ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী বেলজিয়াম, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

একই দিন বিকেলে প্রধানমন্ত্রী বেলজিয়ামে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণ করবেন বলেও জানান মোমেন। প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আগামী ২৬ অক্টোবর রাতে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে ব্রাসেলস ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যারা থাকছেন

প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

এনআই/এমএ