‘আওয়ামী লীগ সব ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে’
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংবিধান সংশোধন করে সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২২ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকেশ্বরি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়েছিল বাংলাদেশের সব ধর্ম-বর্ণের মানুষ। যুদ্ধ করে বিজয় এনে দিয়েছেন তারা। জাতির পিতা যে সংবিধান দিয়েছিলেন সেই সংবিধানে সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করেছিলেন। যে যার ধর্ম পালন করবে নিশ্চিত করেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর যারা ক্ষমতায় এসেছিল, তারা আমাদের দেশে অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংস করে দিয়েছিল।
আরও পড়ুন
সরকারপ্রধান বলেন, বাংলাদেশ বিশ্বে এমন একটা দেশ, আমরা সব ধর্ম পালন করে থাকি। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সৌন্দর্য। হাজার হাজার পূজামণ্ডপে পূজা হচ্ছে বাংলাদেশে, আপনারা শান্তিপূর্ণভাবে পূজা পালন করতে পারছেন। একসময় এদেশে এমনও ঘটনা ঘটেছিল, শুধু ঘরে পূজা করতে হয়েছিল। এরশাদের আমলে বা খালেদা জিয়ার আমলে এমন বহু ঘটনা ঘটেছিল।
তিনি বলেন, এবারের পূজামণ্ডপের রক্ষাকারীর দায়িত্বে আছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি, তারাও যেন সতর্ক অবস্থায় থেকে সব ধরনের শান্তি বজায় রাখার কাজ করে। সেভাবে আমরা করেও যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সেটা ২০২৬ সাল থেকে কার্যকর হবে। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেটাই আমরা কামনা করি। সেজন্য আমরা সব ধর্মের সবাই একসঙ্গে এই মাতৃভূমির জন্য কাজ করব। এই দেশ সবার, আপনারা কখনো নিজেদেরকে ছোট মনে করবেন না। সবসময় মনে করবেন এই মাটি আপনাদের, এই মাটিতে আপনাদের জন্ম, সব অধিকার নিয়েই আপনারা বসবাস করবেন। আমরা ক্ষমতায় থাকলে অবশ্যই নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমরা পাশে আছি, পাশে থাকব। সারা বিশ্বের সনাতন ধর্মের সবাইকে আমার শুভেচ্ছা। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক, সেই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, সবাই সুন্দরভাবে বসবাস করুক, এই কামনা করি।
এমএসআই/জেডএস