‘স্মার্ট বাংলাদেশ’ পুরস্কার পেল পুলিশ
স্মার্ট বাংলাদেশ পুরস্কার পেয়েছে পুলিশ বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হাতে এই পুরস্কার তুলে দেন।
বুধবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩' প্রদান অনুষ্ঠানে আইজিপির হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, দেশের জনগণকে সহজ ও দ্রুততম সময়ে অনলাইন সেবা প্রদান এবং অতি সম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচার সংযুক্ত করার মাধ্যমে পেপারলেস সার্টিফিকেট প্রদানের মতো ইনোভেটিভ আইডিয়া চালু করায় বাংলাদেশ পুলিশকে স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩-এ ভূষিত করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১৫ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম 'ই-সার্ভিস' কার্যক্রম চালু করে। বর্তমানে এ কার্যক্রম সফলভাবে দেশের সব থানায় চলমান রয়েছে। এখন পর্যন্ত ৪৪ লাখ ১ হাজার ৭১৮ জন বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিক ঘরে বসেই অনলাইনে আবেদন করে দ্রুততম সময়ে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়েছেন।
এমএসি/জেডএস