কুমিল্লা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক মো. নাজিম আলীর নামে অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনসহ প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে রয়েছে ৫৬ লাখ ২৭ হাজার ৪৪৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ১ লাখ ৩০ হাজার ৮০৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ।

দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্পদ বিবরণী তলব করা হলে আসামি ২০২০ সালের জুলাই মাসে সম্পদ বিবরণী দুদকে পাঠান। বিবরণীতে আসামি স্ত্রীর নামে ৬৪ লাখ ৭৫ হাজার টাকাসহ ১ কোটি ২ লাখ ৫৭ হাজার ৪৪৪ টাকার সম্পদের ঘোষণা করেন।

দুদকের অনুসন্ধানে আসামির বৈধ সম্পদ পাওয়া যায় ৪৬ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ আসামি ৫৬ লাখ ২৭ হাজার ৪৪৪ টাকার সম্পদ অবৈধ উপায়ে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। যে কারণে মামলায় আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরএম/এমজে