চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি খান মোহাম্মদ মঈন উদ্দিন ওরফে মঈনুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৯ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মঈন উদ্দিনের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার মুরাদনগর এলাকায়। তার বাবার নাম নুর মোহাম্মদ খান।

র‍্যাব জানায়, বালু তোলা নিয়ে বিরোধের জেরে গত ৮ অক্টোবর রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন এলাকায় মঞ্জুরুল ইসলামকে (৩৫) এলোপাতাড়ি কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করে মোট চারজনের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা মামলা করেন ভুক্তভোগীর স্ত্রী। 

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, হত্যাকাণ্ডের পর প্রধান আসামি মঈন উদ্দিন এলাকা ছেড়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি আবাসিক হোটেলে অবস্থান নেন। একপর্যায়ে সোমবার র‍্যাব তাকে গ্রেপ্তার করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

এমআর/এমজে