পদ্মা সেতু পাড়ি দেবে ট্রেন

ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে যশোর পর্যন্ত নতুন ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায়। এরমধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথ মঙ্গলবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এর সপ্তাহখানেক পরে এই পথে চলবে বাণিজ্যিক ট্রেন।

বাণিজ্যিক ট্রেন চললে ভাড়া কেমন হবে সে নিয়ে গত ২৪ সেপ্টেম্বর রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) নাজমুল ইসলামকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি নতুন রুটে ভাড়া প্রস্তাবনা করেছে। প্রস্তাবনাটি বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ে আছে।

জানা গেছে, ভাড়া প্রস্তাবের ক্ষেত্রে ঢাকা থেকে প্রতিটি গন্তব্যের দৃশ্যমান দূরত্বের সঙ্গে পদ্মা সেতু ও গেন্ডারিয়া-কেরানীগঞ্জ পর্যন্ত উড়াল রেলপথের জন্য বাড়তি দূরত্ব যোগ করেছে রেলওয়ের প্রস্তাব কমিটি। প্রস্তাব অনুযায়ী পদ্মা সেতুর প্রতি কিলোমিটারকে ২৫ কিলোমিটার, গেন্ডারিয়া থেকে কেরানীগঞ্জ পর্যন্ত উড়ালপথের প্রতি কিলোমিটারকে ৫ কিলোমিটার ধরা হয়েছে। বিষয়টিকে রেলওয়ে পন্টেজ চার্জের জন্য বাড়তি দূরত্ব বলছে।

প্রস্তাবনা অনুযায়ী, ঢাকা থেকে গেন্ডারিয়া স্টেশনের দূরত্ব ৩.৫ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ৪ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ১৫ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ২০ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৫০ টাকা, এসি চেয়ারের ভাড়া ১০০ টাকা, এসি সিটের ভাড়া ১১০ টাকা এবং এসি বার্থে ভাড়া ১৩০ টাকা।

কেরানীগঞ্জ স্টেশনের দূরত্ব ১৬.৪ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ৬৪ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ২৫ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ৩৫ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৭৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ১৪৪ টাকা, এসি সিটের ভাড়া ১৭৩ টাকা এবং এসি বার্থে ভাড়া ২৫৯ টাকা।

নিমতলী স্টেশনের দূরত্ব ২৭ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ১১৩ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ৪৫ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ৫৫ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ১৩০ টাকা, এসি চেয়ারের ভাড়া ২৫৩ টাকা, এসি সিটের ভাড়া ২৯৯ টাকা এবং এসি বার্থে ভাড়া ৪৪৯ টাকা।

শ্রীনগর স্টেশনের দূরত্ব ৩৬.২ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ১২৩ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ৫০ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ৬০ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ১৪০ টাকা, এসি চেয়ারের ভাড়া ২৭১ টাকা, এসি সিটের ভাড়া ৩২২ টাকা এবং এসি বার্থে ভাড়া ৪৮৩ টাকা।

মাওয়া স্টেশনের দূরত্ব ৪০.৪ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ১২৮ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ৫০ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ৬০ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ১৪৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ২৭৬ টাকা, এসি সিটের ভাড়া ৩৩৪ টাকা এবং এসি বার্থে ভাড়া ৪৯৫ টাকা।

পদ্মা স্টেশনের দূরত্ব ৫৫.৫ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ৩৩১ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ১১০ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ১৪০ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৩৩০ টাকা, এসি চেয়ারের ভাড়া ৬৩৩ টাকা, এসি সিটের ভাড়া ৭৫৯ টাকা এবং এসি বার্থে ভাড়া এক হাজার ১৩৯ টাকা।

শিবচর স্টেশনের দূরত্ব ৬৫.৪ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ৩৪১ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ১১৫ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ১৪৫ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৩৪০ টাকা, এসি চেয়ারের ভাড়া ৬৫০ টাকা, এসি সিটের ভাড়া ৭৭৭ টাকা এবং এসি বার্থে ভাড়া এক হাজার ১৬৮ টাকা।

ভাঙ্গা জংশনের দূরত্ব ৭৭.৩ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ৩৫৩ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ১২০ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ১৪৫ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৩৫০ টাকা, এসি চেয়ারের ভাড়া ৬৬৭ টাকা, এসি সিটের ভাড়া ৮০৫ টাকা এবং এসি বার্থে ভাড়া এক হাজার ২০২ টাকা।

ভাঙ্গা স্টেশনের দূরত্ব ৮২.৩ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ৩৫৯ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ১২০ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ১৫০ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৩৫৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ৬৭৯ টাকা, এসি সিটের ভাড়া ৮১৭ টাকা এবং এসি বার্থে ভাড়া এক হাজার ২১৯ টাকা।

পাচুরিয়া স্টেশনের দূরত্ব ১৪০.৩ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ৪১৭ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ১৩৫ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ১৭০ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৪০৫ টাকা, এসি চেয়ারের ভাড়া ৭৭৭ টাকা, এসি সিটের ভাড়া ৯৩২ টাকা এবং এসি বার্থে ভাড়া এক হাজার ৩৯২ টাকা।

পোড়াদহ স্টেশনের দূরত্ব ২১৯.৩ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ৪৯৬ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ১৬০ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ১৯৫ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৪৭০ টাকা, এসি চেয়ারের ভাড়া ৮৯৭ টাকা, এসি সিটের ভাড়া এক হাজার ৮১ টাকা এবং এসি বার্থে ভাড়া এক হাজার ৬১৬ টাকা।

যশোর স্টেশনের দূরত্ব ৩৩৪.৩ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ৬১১ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ১৯০ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ২৩৫ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৫৬৫ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার ৮১ টাকা, এসি সিটের ভাড়া এক হাজার ২৯৪ টাকা এবং এসি বার্থে ভাড়া এক হাজার ৯৪৪ টাকা।

রূপদিয়া স্টেশনের দূরত্ব ৩৪৪.৩ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ৬২১ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ১৯৫ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ২৪০ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৫৭৫ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার ৯৯ টাকা, এসি সিটের ভাড়া এক হাজার ৩১৭ টাকা এবং এসি বার্থে ভাড়া এক হাজার ৯৭৩ টাকা।

সিঙ্গিয়া স্টেশনের দূরত্ব ৩৫১.৩ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ৬২৮ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ১৯৫ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ২৪০ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৫৮০ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার ১০৪ টাকা, এসি সিটের ভাড়া এক হাজার ৩২৯ টাকা এবং এসি বার্থে ভাড়া এক হাজার ৯৯০ টাকা।

এবং খুলনা স্টেশনের দূরত্ব ৩৯৩.৩ কিলোমিটার, আদায়যোগ্য ভাড়ার দূরত্ব ৬৭০ কিলোমিটার। এই পথে মেইল ট্রেনের ভাড়া ২০৫ টাকা, কমিউটার ট্রেনের ভাড়া ২৫৫ টাকা, আন্তঃনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৬১৫ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার ১৭৩ টাকা, এসি সিটের ভাড়া এক হাজার ৪০৯ টাকা এবং এসি বার্থে ভাড়া দুই হাজার ১১১ টাকা।

কমিটিকে চারটি দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলো হচ্ছে- পদ্মা সেতুর প্রতি কিলোমিটারের জন্য বাড়তি কত কিলোমিটার যুক্ত করতে (পন্টেজ চার্জ) হবে, তা নির্ধারণ; রেলওয়ের জন্য স্থায়ী একটা পন্টেজ চার্জ নির্ধারণের ফর্মূলা প্রস্তাব করা; পদ্মা সেতু দিয়ে যাত্রী ও মালামাল পরিবহনের জন্য ভাড়া নির্ধারণ এবং শীতাতপ নিয়ন্ত্রিত মালামাল পরিবহনের কামরার (লাগেজ ভ্যান) ভাড়া নির্ধারণ।

কমিটি গত ২ অক্টোবর রেলভবনে বৈঠক করে। ৪ অক্টোবর রেলওয়ের মহাপরিচালকের কাছে কমিটি প্রতিবেদন জমা দেয়।

রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রস্তাবটি বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রস্তাবিত ভাড়াই অনুমোদিত হতে পারে।

এমএইচএন/জেডএস