রাত পোহালেই রিজার্ভ নিয়ে গেল রব ওঠে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাত পোহালেই খবর আসে রিজার্ভ কত আছে। রিজার্ভ নিয়ে গেল গেল রব ওঠে। দেশে বন্যা হচ্ছে, সুন্দর সুন্দর রাস্তা হচ্ছে... এগুলো নিয়ে তো নিউজ হচ্ছে না!
রোববার (৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে বিজিএফসিআই আয়োজিত দ্য ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সেক্টর ফ্রিডম শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সময়ে রিজার্ভ ছিল শুণ্যের কাছাকাছি। এ সরকারের সময় রিজার্ভ বেড়েছে। কয়দিন আগে রিজার্ভ কমেছে। একটু চাপ আছে। তাই বলে এটাই কী প্রধান নিউজ হবে?
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, মিথ্যা সংবাদ উপস্থাপন বন্ধ করতে হবে। ব্যক্তিগত আক্রমণ করে অনেকে মিথ্যা সংবাদ দেয়। এসবের কারণে দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, জন্ম নিবন্ধন নিয়ে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এটা নিয়ে এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়কে দোষারোপ করে। পৃথিবীতে এরকম অর্থ আমলাতন্ত্র আর কোথাও আছে কি না সন্দেহ। একজন আরেকজনকে দায় দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোছাইন ও ব্যাংক ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যাপক শাহ মো. আহসান হাবিবসহ আরও অনেকে।
ওএফএ/কেএ