স্বপ্রণোদিত হয়ে জাপানের মন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে দু’একটি রাষ্ট্র থেকে বিভিন্ন সময়ে যে ধরনের কনসার্ন (উদ্বেগ) বা অন্যান্য কথা শোনা যায়, এ ধরনের কিছু জাপানের দিক থেকে নেই।
শনিবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত পার্লামেন্টারি ভাইস মিনিস্টার মাশাহিরো ওকামুরার সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
বৈঠকে নির্বাচন প্রসঙ্গ এসেছে কি না জানতে চাইলে জবাবে শাহরিয়ার আলম বলেন, আমরা স্বপ্রণোদিত হয়ে আমাদের ইচ্ছাটা (সুষ্ঠু নির্বাচন করার) পুনর্ব্যক্ত করেছি। কিন্তু বাংলাদেশ জাপানের মধ্যে যে সম্পর্ক, দু’একটি রাষ্ট্র থেকে বিভিন্ন সময়ে যে ধরনের কনসার্ন ও অন্যান্য কথা শুনছেন; এ ধরনের কিছু তাদের (জাপানের) নেই।
তিনি বলেন, আমরা পুনর্ব্যক্ত করেছি (সুষ্ঠু নির্বাচন করার), যেটা প্রধানমন্ত্রী বারবার বলেছেন। আমরা বাংলাদেশের সঙ্গে জাপানের ব্যবসার কথা বলতে গিয়ে বলেছি যে, গত ১৫ বছরের ধারাবাহিকতায় এবং যেটাকে আমরা বলি রাজনৈতিক স্থিতিশীলতা কনটিনিউটি অব পলিসি-এটাও একটা বড় কনট্রিবিউটিং ফ্যাক্টর; আমাদের উন্নয়নে আজকের বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে। সামনের দিনেও এটা অব্যাহত থাকবে। অব্যাহত থাকার ব্যাপারে সুষ্ঠু নির্বাচনে সরকার বদ্ধপরিকর।
/এনআই/এসএসএইচ/