উত্তরায় ডিবি পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে আবু বক্কর সিদ্দিক নামে এক বিএনপি নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি ঢাকা মহানগর উত্তর তুরাগ থানাধীন ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
সিদ্দিক উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট ডেলিভারি ডেস্কে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিজ কর্মস্থল ইবনে সিনা ডায়াগনেস্টিক সেন্টার হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়েছে। দুই দিনেও তার খোঁজ মেলেনি বলে জানিয়েছে সিদ্দিকের পরিবার।
এঘটনায় স্বামীর সন্ধান চেয়ে শুক্রবার (৬ অক্টোবর) উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন স্ত্রী রুবিনা আক্তার। জিডি নম্বর ৫৩৩।
নিখোঁজ সিদ্দিকের স্ত্রী রুবিনা বলেন, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফোনে সিদ্দিকের সঙ্গে কথা হয়েছে। এ সময় সিদ্দিক জানিয়েছিলেন, অফিসে ডিবি পুলিশ এসেছে। সমস্যায় আছি। পরে কথা বলব।
এরপর থেকে আর তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সিদ্দিকের মুঠোফোন মাঝেমধ্যে খোলা পাওয়া গেলেও ফোন দিলে অপর প্রান্ত থেকে তা কেটে দেওয়া হচ্ছে।
রুবিনা বলেন, অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার দেখাবে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু দুদিনেও তার সন্ধান না পাওয়া উদ্বেগের।
এসময় সিদ্দিকের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম ঢাকা পোস্টকে বলেন, আবু বক্কর সিদ্দিক নামে একজন নিখোঁজ বলে পরিবার দাবি করেছে। থানায় সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী। তবে বিএনপির এ নেতাকে আমরা আটক করিনি। অন্য কোনো বাহিনী গ্রেপ্তার বা আটক করেছে কি না তা জানি না।
জেইউ/এমএ