ভবনের নকশা অনুমোদনে সেটব্যাকে গাছ লাগানোর শর্ত রাজউকের
ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে ইমারতের সেটব্যাকে গাছ লাগানোর নতুন শর্ত জুড়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
শুক্রবার (৬ অক্টোবর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ সামছুল হক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন।
বিজ্ঞাপন
মোহাম্মদ সামছুল হক জানান, বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটি কর্তৃক নকশা অনুমোদনের ক্ষেত্রে ইমারতের সেটব্যাকে গাছ রোপণের শর্ত প্রদান করা হয়েছে। বিসি কমিটি কর্তৃক যে সকল নকশা অনুমোদন করা হবে, সে সব নকশার অনুমোদনপত্রে ইমারতের সেটব্যাকে কাঠা প্রতি ১টি গাছ লাগানোর শর্ত উল্লেখ করা হয়েছে। ভগ্নাংশের ক্ষেত্রে পরবর্তী সংখ্যা উল্লেখ করতে হবে। যেমন ২.১ কাঠা হলে ৩টি গাছ লাগাতে হবে।
তিনি আরও জানান, বিসি কমিটি থেকে অনুমোদিত নকশার অনুমোদনপত্রে গাছ লাগানোর শর্ত আরোপ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনকারীরা এই শর্ত মানলে কেবল নকশার অনুমোদন পাবে।
এএসএস/এমজে