মশা নিধনে বাড়ি বাড়ি গিয়ে ‘চিরুনি অভিযান’ চালাবে ডিএনসিসি
এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে নির্ধারিত ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শনিবার (৭ অক্টোবর) থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত ছয়দিন ব্যাপী বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করবে সংস্থাটি।
শুক্রবার (৬ অক্টোবর) বিষয়টি জানিয়েছে ডিএনসিসির একটি সূত্র।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালিত বর্ষাকালীন মশার জরিপে ঢাকা মহানগরীতে এডিস মশার সর্বোচ্চ বিচরণকারী ১৫টি এলাকার মধ্যে ডিএনসিসির এলাকা রয়েছে ১১টি। এসব এলাকার আওতাধীন মোট ওয়ার্ডের সংখ্যা ২৫টি । যে কারণে মেয়র আতিকুল ইসলামের নির্দেশে ২৫টি ওয়ার্ডে আগামীকাল (৭ অক্টোবর) থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিশেষ মশক নিধন চিরুনি অভিযান পরিচালনা করবে সংস্থাটি।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান জানান, মশক নিধন চিরুনি অভিযানে প্রতিটি ওয়ার্ডকে ছয় ভাগে ভাগ করা হবে। প্রতি ছয় ভাগের এক ভাগকে পুনরায় ১০ ভাগে ভাগ করে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।
বিভক্ত ওয়ার্ডকে প্রতি ছয় ভাগের এক ভাগে প্রতিদিন মশক নিধন কর্মীরা ১০ ভাগে বিভক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করবে। প্রতিটি দলে মশক নিধন কর্মীর পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্ন কর্মী এবং ওয়ার্ড কাউন্সিলর মনোনীত একজন সুপারভাইজার কার্যক্রম তদারকি করবেন।
এছাড়া মশক নিধন কার্যক্রমে নিয়োজিত প্রতিটি দল নির্ধারিত এলাকার প্রতিটি বাড়ি পরিদর্শন করে এডিস মশার প্রজননের ক্ষেত্রগুলো চিহ্নিত করবে। এরপর কীটনাশক প্রয়োগ অথবা প্রজননস্থল ধ্বংসের ব্যবস্থা করবে। বিশেষ চিরুনি অভিযান প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পরিচালনা করা হবে।
এএসএস/কেএ