কবি আসাদ চৌধুরী আর নেই
একুশে পদকপ্রাপ্ত কবি ও বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার টরন্টোতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংবাদিক, লেখক ও আল মাহমুদ পরিষদের সাধারণ সম্পাদক আবিদ আজম।
বিজ্ঞাপন
এ বছরের জুনে কবিকে কানাডার টরন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক বছর ধরে কানাডায় ছেলে-মেয়ের সঙ্গে বসবাস করছিলেন তিনি। গত বছর নভেম্বর থেকে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন কবি।
আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রধান প্রধান কবিদের অন্যতম। তিনি আকর্ষণীয় বাচনভঙ্গী, টেলিভিশন অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনার জন্য বিশেষভাবে পরিচিত।
কবি তার ভরাট কণ্ঠে কবিতা আবৃত্তি করে বহু মানুষের মন জয় করেছেন। মৌলিক কবিতা, শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী এবং অণুবাদকর্মে তার অবদান প্রণিধানযোগ্য। ১৯৮৩ সালে তার রচিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ গ্রন্থটি প্রকাশিত হয়। এছাড়া একই বছর তিনি সম্পাদনা করেন বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক গ্রন্থ ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু।’
জেডএস