ঢাকার আশুলিয়ায় একই পরিবারের ৩ জনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তাররা হলেন মূলহোতা সাগর আলী ও তার স্ত্রী  ইশিতা বেগম।

সোমবার (২ অক্টোবর) গাজীপুরের শফিপুর এলাকা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাগর আলী-ইশিতা বেগম দম্পতি দুইজন মিলে আশুলিয়া এলাকার একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। অভিযান চালিয়ে তাদেরকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফুলবাড়ি (গরুড়া) গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয়ের (১২) গলা কাটা মরদেহ সাভারের আশুলিয়ার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মোক্তার ও শাহিদা পোশাক কারখায় কাজ করতেন। তাদের ছেলে জয় সাভারের একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।

এ ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামি করে নিহত মোক্তার হোসেনের বড় ভাই আইনাল হক বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।

এমএসি/এমএ/