ভিসা প্রক্রিয়া ৬ মাসের মধ্যে সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্য ভিসা প্রক্রিয়া ছয় মাসের মধ্যে সম্পন্ন করবে মার্কিন যুক্তরাষ্ট্র।
রোববার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সঙ্গে হওয়া বৈঠকে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার।
বিজ্ঞাপন
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, আমাদের ছাত্ররা ঠিকমতো ভিসা পায় না। আমাদের যারা আন্তর্জাতিক সংস্থায় চাকরি করে বাংলাদেশি অরিজিন তাদের ভিসা পেতে সমস্যা হয়। সে বিষয়গুলো আমরা তুলে ধরেছি। তারা বলেছে, বিবেচনা করবে।
আরও পড়ুন
খুরশেদ আলম বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা দিতে আগে অনেক সময় লাগত। তাদের লোকবল কম ছিল। সেই সময়টা তারা কমিয়ে এনেছে। ভিসা ইস্যুর সময়টা। তারা চেষ্টা করবে ছয় মাসের মধ্যে ভিসা দিতে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, কনস্যুলার সেবা নিয়ে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ হয়েছে। ভিসা নীতি নিয়ে কোনো আলাপ হয়নি।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের কনস্যুলারের বৈঠক নিয়ে মার্কিন দূতাবাস জানায়, তাদের আলোচনার অন্যতম বিষয় ছিল স্টুডেন্ট ভিসার প্রতি আগ্রহ বৃদ্ধি, আমেরিকান নাগরিকদের জন্য কনস্যুলার সহায়তা এবং ভিসা সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় কমাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা।
এনআই/জেডএস