ডি-৮ কমিশনারদের সভায় ‘ঢাকা ঘোষণা-২০২১’ গৃহীত
আসন্ন দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের ‘ঢাকা ঘোষণা-২০২১’ এবং জোটটির আগামী দশ বছরের কর্মপরিকল্পনার রোডম্যাপ ডি-৮ কমিশনার পর্যায়ে গৃহীত হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) ডি-৮ এর ভার্চুয়ালি অনুষ্ঠিত ৪৩তম কমিশনের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দুই দিনব্যাপী ডি-৮ কমিশনারদের সভার শেষ দিন ছিল মঙ্গলবার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ডি-৮ ভুক্ত দেশগুলোর কমিশনাররা অংশ নেন।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বুধবার (৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। ডি-৮ কমিশনার পর্যায়ে গৃহীত ‘ঢাকা ঘোষণা-২০২১’ এবং জোটটির আগামী ১০ বছরের কর্মপরিকল্পনার রোডম্যাপ ওই সভায় ডকুমেন্টসহ দশম ডি-৮ নেতৃবৃন্দের সম্মতিতে গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের আয়োজনে উন্নয়নশীল আটটি মুসলিম দেশের জোট ডি-৮ এর চার দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে সোমবার (৫ এপ্রিল)। সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার (৮ এপ্রিল) সমাপনী ও শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডি-৮ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর ডি-৮ এর চেয়ারের দায়িত্ব পালন করবে।
১৯৯৬ সালে উন্নয়নশীল আটটি মুসলিম দেশ নিয়ে ডি-৮ জোট গঠন করা হয়। এর এক বছরের মাথায় ১৯৯৭ সালে জোটটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন। ডি-৮ জোটের দ্বিতীয় সম্মেলন হয় ১৯৯৯ সালে ঢাকায়।
এনআই/এসএসএইচ