চট্টগ্রামে লাগেজে পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় লাগজে খণ্ডিত মরদেহ পাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির চট্টগ্রাম মেট্রো ইউনিটের কর্মকর্তারা ওই ভুক্তভোগীর শরীরের অন্যান্য অংশও উদ্ধার করেছে। ভুক্তভোগীর নাম মো. হাসান (৬০)। তিনি বাঁশখালীর উপজেলার কাথারিয়া এলাকার সাহেম মিয়ার ছেলে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান। তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি লাগেজ থেকে উদ্ধার করা হয়েছিল মানুষের শরীরের ৮টি খণ্ড।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, চাঞ্চল্যকর ঘটনাটি তদন্তের মাধ্যমে খুন হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ভুক্তভোগীর শরীরের অবশিষ্ট অংশও পাওয়া গেছে। আজকেও (শনিবার) আমরা ঘটনাটির তদন্তে নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের খালপাড় এলাকায় রয়েছি।
এর আগে বৃহস্পতিবার পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় সড়কের পাশে একটি লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাগেজ থেকে মানুষের শরীরের ৮টি খণ্ড উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ২ হাত, ২ পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ। প্রত্যেকটি টেপ দিয়ে মোড়ানো ছিল। তবে ওই লাগেজে ভুক্তভোগীর মাথা না থাকায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এমআর/এসএম