নিজেদের বিভিন্ন অফিস, ভবন, পানি ও পয়ঃশোধনাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে সিকিউরিটি সার্ভিস সেবা নেবে ঢাকা ওয়াসা। সেই সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ক্রয় করার জন্য দরপত্র আহ্বান ও মূল্যয়ন কমিটি গঠন করেছে সংস্থাটি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে পৃথক দুইটি কমিটি গঠন করে দিয়েছেন ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর।

সচিব প্রকৌশলী শারমিন হক আমীর জানান, ঢাকা ওয়াসার বিভিন্ন অফিস, ভবন, পানি ও পয়ঃশোধনাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে সিকিউরিটি সার্ভিস নেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা দরপত্র উন্মুক্তকরণ ও মূল্যয়নের জন্য পৃথক দুইটি কমিটি করে দেওয়া হয়েছে। গঠিত কমিটিই এই বিষয়ে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করবে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, সিকিউরিটি সার্ভিসটি নিতে দরপত্র উন্মুক্তকরণে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চেয়ারম্যান হিসেবে আছেন ঢাকা ওয়সার প্রধান নিরাপত্তা কর্মকর্তা, সদস্য সচিব ঢাকা ওয়াসার সংগ্রহ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সদস্য ঢাকা ওয়াসার কমন সার্ভিসের উপসচিব।

অন্যদিকে দরপত্র মূল্যায়নে ৭ সদস্যের কমিটির চেয়ারম্যান ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক এবং সদস্য সচিব প্রধান নিরাপত্তা কর্মকর্তা। কমিটির বাকি সদস্যরা হলেন— ঢাকা ওয়াসার সচিব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, সংগ্রহ বিভাগের নির্বাহী প্রকৌশলী, তিতাস গ্যাসের প্রতিনিধি এবং  পেট্রোবাংলার প্রতিনিধি।

এএসএস/এমএ