বিভিন্ন প্রকল্পসহ কার্যক্রম সহজ করতে এবং ডিজিটাইজেশনের জন্য একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রস্তুত করেছে ঢাকা ওয়াসা। আর এটি ব্যবহারের জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়ে সংস্থাটির পক্ষ থেকে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর এই সফটওয়্যার ব্যবহারের নির্দেশনা দিয়ে একটি অফিস আদেশ জারি করেছেন।

সচিব প্রকৌশলী শারমিন হক আমীর জানান, ঢাকা ওয়াসার প্রকল্পসমূহের কার্যক্রম সহজীকরণ ও ডিজিটাইজেশনের জন্য একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। উক্ত সফটওয়্যারটি সম্পূর্ণ বাস্তবায়নের আগে প্রাথমিক পর্যায়ে লাইভ পরীক্ষার জন্য গত তিন মাসের তথ্যগুলো এই সফটওয়্যার ব্যবহার করে প্রতিবেদন তৈরি করার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সফটওয়্যার কার্যক্রমটি ঢাকা ওয়াসার পরিকল্পনা, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রধান কো-অর্ডিনেট করবে এবং জিআইএস ডিপার্টমেন্ট সফটওয়্যারটির কারিগরি দিক তদারকি ও পর্যবেক্ষণ করবে।

এএসএস/এমএ