রাশাদ হুসেইনের সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠক
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ রাশাদ হুসেইনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ সম্মেলনের সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তারা রোহিঙ্গা মুসলমানসহ বাংলাদেশে বসবাসরত সব ধর্মের মানুষদের শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে আলোচনা করেন। রাশাদ হুসাইন ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ উদ্যোগের প্রশংসা করেন।
বিজ্ঞাপন
প্রত্যুত্তরে পররাষ্ট্রসচিব ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সরকারের সাম্প্রতিক আইনপ্রণয়ন বিশেষ করে- সামাজিক মাধ্যম ব্যবহার করে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখতে ডিজিটাল/সাইবার নিরাপত্তা আইনের উপযোগিতা তুলে ধরেন।
একইদিন পররাষ্ট্রসচিব ওআইসির মহাসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউরোপের মুসলমান সম্পর্কিত ওআইসি কন্টাক্ট গ্রুপের মন্ত্রিপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন এবং ইউরোপে মুসলমানদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত এবং ইসলামোফোবিয়া মোকাবিলায় ওআইসিকে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।
/এনআই/এফকে/