হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ‘টাপেন্টাডল’ মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় এসব মাদক জব্দ করা হয়।

তবে অভিযান এখনো অব্যাহত রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি বলেন, ‘বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ‘টাপেন্টাডল’ মাদক জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

/জেইউ/এফকে/