চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্মাণ প্রতিষ্ঠানের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার চাম্বল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আজ (বুধবার) ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে একটি নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল করিমের মোবাইলে মেসেজ পাঠিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্ত মিজান। চাঁদা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় ১৯ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আকতার হোসেন। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতে প্রেরণ করে। 

বাশঁখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়েরের পর মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। মিজানের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাকে গ্রেপ্তারের পর এলাকার লোকজন থানায় মিষ্টি নিয়ে এসেছে।

স্থানীয়রা জানান, মিজান ছাত্রলীগের কোন পদপদবীতে না থাকলেও এলাকায় নিজেকে নেতা হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করে। 

এমআর/এমজে