বিএসএমএমইউতে জীব সুরক্ষা ও নিরাপত্তায় বায়োসেফটি কমিটি গঠন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেবা প্রদানকারী ল্যাবগুলোতে জীব সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইনস্টিটিউটশনাল বায়োসেফটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে সভাপতি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায়কে সদস্য সচিব করা হয়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ কমিটি গঠিত হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অতি প্রয়োজনীয় এই কমিটি গঠিত হলো। বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও সেবা প্রদানকারী ল্যাবগুলোতে জীব-সুরক্ষা ও জীব-নিরাপত্তা নিশ্চিত করাই এই কমিটির প্রধান কাজ।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ বলেন, মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ফুড সেফটি ও ল্যাবরেটোরি সেফটির ব্যাপারে এই কমিটি যথাযথ ভূমিকা পালন করবে। এ কমিটিকে সংশ্লিষ্টরা সর্বাত্মক সহযোগীতা করবে বলে আশা করছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বাংলাদেশ বায়োসেফটি ও বায়োসিকিউরিটি সোসাইটির চেয়ারম্যান ড. আসাদুল গনি ও হাসপাতাল সমূহের পরিচালক ও সংশ্লিষ্ট বিভাগসমূহের চেয়ারম্যানরা।
টিআই/এমএসএ